BREAKING: অভিষেক ছাড়া মমতা কিছু বোঝেন না ! ফের বিস্ফোরক অগ্নিমিত্রা পাল

কি বললেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল ?

author-image
Debjit Biswas
New Update
agnimitra paul.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার পার্লামেন্টের প্রতিনিধি দলে অভিষেক ব্যানার্জির নাম মনোনীত হওয়ার প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তিনি বলেন,''এটা একপ্রকার নেপোটিজম। তৃণমূল কংগ্রেসে মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির বাইরে আর কাউকে চেনেন না। অভিষেককে বাংলার বাইরে কেউ চেনে না। কিন্তু ইউসুফ পাঠান একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ক্রিকেটার, তাঁকে সবাই চেনে।”

agnimitraaak

এরপর তিনি বলেন,''তৃণমূল অভিষেককে মনোনীত করে আসলে ইউসুফ পাঠানকে অপমান করেছে।”