সুজিত বসু-তাপস রায়ের দুয়ারে ED, এবার তির্যক মন্তব্য অগ্নিমিত্রার

আজ সকাল থেকে কলকাতা শহরজুড়ে শুরু হয়েছে ইডির অভিযান।

author-image
SWETA MITRA
New Update
tapas sujit.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আজ গোটা বিশ্বজুড়ে স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকী পালন হচ্ছে। এদিকে আজকের এই বিশেষ দিনেই তৃণমূলের মন্ত্রী সুজিত বসু, বিধায়ক তাপস রায় সহ অনেকের বাড়িতে ইডি (ED) অভিযান শুরু হয়। আর এই নিয়েই এবার কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। তিনি আজ এক টুইট বার্তায় লেখেন, ‘আজকের দিনটাশুরুইহলতৃণমূলনেতাসুজিতবসুতাপসরায়েরওপরইডিরঅভিযান দিয়ে।স্বামীজীরদর্শনঅনুসরণকরেসত্যকেরক্ষাকরারজন্যআমাদেরতৃণমূলকে সমাজ থেকেদূরেসরিয়েদিতেহবে।‘