ভোটের মুখে ফের শিরোনামে ‘দ্য কেরালা স্টোরি’

'ধর্মের ভিত্তিতে সমাজকে বিভক্ত করার কোনো প্রচেষ্টা'।

New Update
kerala_story_1-sixteen_nine.webp

File Picture

নিজস্ব সংবাদদাতা: কেরালা বিধানসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস নেতা ভিডি সতীসান ভারতের নির্বাচন কমিশনকে এবার চিঠি পাঠালেন বিতর্কিত ছবি ‘দ্য কেরালা স্টোরি’র জন্য।

তিনি চিঠিতে লিখেছেন, “যেমন আপনি জানেন, ‘দ্য কেরালা স্টোরি’ একটি প্রচারমূলক চলচ্চিত্র যা অত্যন্ত মিথ্যা প্রাঙ্গনের উপর ভিত্তি করে এবং রাজ্যের জনগণের একটি অন্ধকার দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। এটি ভোটের মরশুমে দেখানো মানে হচ্ছে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করা। যা ধর্মের ভিত্তিতে সমাজকে বিভক্ত করার কোনো প্রচেষ্টা”।

tks

KERALA_LEGISLATIVE_ASSEMBLY.webp

Add 1