/anm-bengali/media/media_files/lNfzw3MfxT6wdikBy2Mh.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: ফের একবার আসতে চলেছে লোকসভা নির্বাচন। আর ফের একবার যেন কাকতালীয় ভাবেই লোকসভা নির্বাচনের আগে পুলওয়ামার আদলে জঙ্গি হামলা হল পুঞ্চে। প্রাণ হারালেন ৫ সেনা জওয়ান। তাহলে কি ফের একবার হতে চলেছে সার্জিক্যাল স্ট্রাইক? এই প্রশ্নই এখন জোরালো হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। তবে এরই সাথে বিজেপি বিরোধীরা আরেকটা প্রশ্নও তুলে দিচ্ছেন। এই সবকিছু ২০১৯ সালের মত করে ঘটছে। সবই কি কাকতালীয়? নাকি রয়েছে কোনও রাজনৈতিক সন্ধি?
অন্তত শিবসেনা (ইউবিটি) সাংসদ সঞ্জয় রাউত এমনতাই প্রশ্ন তুলে দিচ্ছেন। এদিন তিনি বলেন, “গতকাল পুঞ্চে সন্ত্রাসী হামলা পুলওয়ামা হামলার পুনরাবৃত্তি। কিন্তু তারপরও সরকার ঘুমিয়ে রয়েছে! সরকার বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিতে পারছে। কিন্তু পার্লামেন্টে হামলা করলে জানতে পারছে না। দেশের সীমান্তে জঙ্গিরা হামলা চালালে তার খবরও পাওয়া যাচ্ছে না। আমাদের সেনাদের প্রাণ চলে যাচ্ছে, তারপরও চুপ রয়েছে সরকার। আপনি কি আবার আমাদের জওয়ানদের বলিদান নিয়ে রাজনীতি করতে চান? আপনি কি চান? ২০২৪ সালেও পুলওয়ামার ঘটনার পুনরাবৃত্তি করে আবার ভোট চাইবেন? যদি এবার আমরা পুঞ্চের ঘটনা নিয়েও প্রশ্ন তুলি, তাহলে বোধহয় এবার তারা আমাদের দিল্লি বা দেশ থেকেও বের করে দেবে”।
#WATCH | Shiv Sena (UBT) MP Sanjay Raut says, "Yesterday's terrorist attack in Poonch is a repeat of the Pulwama attack. The govt is sleeping. Do you(BJP) again want to do politics on the sacrifice by our jawans? Do you want to seek votes again on the Pulwama issue in 2024?. If… pic.twitter.com/Ho4jaUKIru
— ANI (@ANI) December 22, 2023
/anm-bengali/media/media_files/uRcXrflLsLMD0Nx5UI5z.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us