মহুয়া মৈত্রের ঘুষকাণ্ডে ব্যাপক টুইস্ট, বড় মন্তব্য সাংসদের

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে ‘টাকা ও উপহারের বিনিময়ে সংসদে প্রশ্ন তোলা’র অভিযোগকে ঘিরে সরগরম দেশীয় রাজনৈতিক মহল।

author-image
SWETA MITRA
New Update
mahuaaaa.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আরও সংঘাত চরমে উঠল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ও বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের (Nishikant Dubey) মধ্যে। আজ শনিবার নিশিকান্ত দুবে এক টুইট বার্তায় লেখেন, ‘কিছুটাকারজন্যএকজনএমপিদেশেরনিরাপত্তাবন্ধকরেখেছেন।দুবাইথেকেপার্লামেন্টআইডিখোলাহয়েছিল, সেসময়অভিযুক্তসাংসদভারতেছিলেন।সমগ্রভারতসরকারএইএনআইসিতেরয়েছে, দেশেরপ্রধানমন্ত্রী, অর্থবিভাগ, কেন্দ্রীয়এজেন্সি।এটাকিএখনওসেখানেআছে? তৃণমূলকে কি এখনও এই নিয়ে রাজনীতি করতে হবে?’