ফের উত্তপ্ত মণিপুর, কুকি-নিরাপত্তা বাহিনী সংঘর্ষে হত ১, আহত ২৭

পুলিশকে লক্ষ্য করে এদিন পাথর নিক্ষেপ করে এবং রাস্তা খুঁড়ে অবরোধ করে প্রতিবাদীরা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
manipur

File Picture

নিজস্ব সংবাদদাতা: গত ১ মার্চই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেছিলেন যে ৮ মার্চ থেকে মানুষের অবাধ চলাচল শুরু হয়ে যাবে। বিধিনিষেধ খানিকটা থাকলেও, তা মানুষের চলাচলের জন্যে শিথিল করা হবে। সেই মোতাবেক আজ থেকে মণিপুরে মানুষের স্বাভাবিক জীবন যাপন শুরু হয়েছে। আর তার মাঝেই নতুন করে উত্তপ্ত হয়ে উঠল পরিস্থিতি। 

মণিপুরে কুকি উপজাতিদের চলমান বিক্ষোভের মধ্যেও আজ নিরাপত্তা বাহিনীর বেসামরিক বাস চলাচল পুনরায় শুরু হয়। তবে কুকি সম্প্রদায় পৃথক প্রশাসনের দাবি পূরণ না হওয়া পর্যন্ত অবাধ চলাচল করতে দিতে নারাজ। সেই আপত্তি থেকে রাজ্যের রাজধানী ইম্ফল থেকে ৪৫ কিলোমিটার দূরে কাংপোকপি জেলায় কুকি উপজাতির সদস্যরা সড়ক অবরোধ করে এদিন বিক্ষোভ প্রদর্শন করেন। 

manipur

খনি-প্রতিরোধী যানবাহন বাধা ভেঙে এগিয়ে গেলেও প্রতিবাদকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করে এবং রাস্তা খুঁড়ে অবরোধ করে। কুকি উপজাতির বেশ কয়েকজন মহিলা যখন ন্যাশনাল হাইওয়ে অবরোধের চেষ্টা করছিলেন, তখন নিরাপত্তা বাহিনী তাদের উপর লাঠিচার্জ করলে অনেকেই আহত হন। পরবর্তীতে জানা যায়, ১ জন প্রাণ হারিয়েছেন এই সংঘর্ষে এবং ২৭ জন গুরুতর আহত। 

মুখ্যমন্ত্রী এন বীরেন সিং-এর পদত্যাগের পর, কেন্দ্র ঘোষণা করে যে রাষ্ট্রপতি শাসনের অধীনে রাজ্যের কোথাও কোনো রাস্তা অবরোধ করা যাবে না। তবুও কুকি-অধ্যুষিত এলাকাগুলিতে সংঘর্ষ ও বিক্ষোভ অব্যাহত রয়েছে। আর আজ সেই মাত্রায় ফের একবার বেড়ে গেল। 

Manipur