ফের বিরাট অঙ্কের সম্পত্তি বাজেয়াপ্ত করলো ইডি

সম্পদের মোট পরিমাণ ২৯১ কোটি টাকা।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
enforcement ed.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: ফের বিরাট অঙ্কের টাকা বাজেয়াপ্ত করলো ইডি। কলকাতার ইডি দপ্তর এই প্রসঙ্গে তাদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই বিষয়টি জানিয়েছে। ২০০২ সালের পিএমএলএ আইনের অধীনে টিপি গ্লোবাল এফএক্স/আইএক্স গ্লোবালের বিরুদ্ধে অনুমোদিত/অবৈধ ফরেক্স ট্রেডিং প্ল্যাটফর্ম পরিচালনা এবং ফরেক্স ট্রেডিংয়ের জন্য বিনিয়োগকৃত অর্থের উপর উচ্চতর রিটার্ন প্রদানের আড়ালে সাধারণ জনগণকে প্রলুব্ধ করার অভিযোগে চলমান তদন্তের পরিপ্রেক্ষিতে, ইডি, কলকাতা ২৬/৮/২০২৫ তারিখে ১৮.৭৮ কোটি টাকার ফ্ল্যাট/অ্যাপার্টমেন্ট, বাণিজ্যিক স্থান, স্থায়ী আমানত এবং মিউচুয়াল ফান্ডের মতো স্থাবর ও অস্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে। এই মামলায় বাজেয়াপ্ত করা সম্পদের মোট পরিমাণ ২৯১ কোটি টাকা (প্রায়)।

Gzb9dVKaIAAdJ0z