Odisha : ওড়িশায় পথ দুর্ঘটনায় মৃত্যু বাঙালি শ্রমিকের

ফের ওড়িশায় (Odisha) মৃত্যু (Death) হল বাঙালি শ্রমিকের।  বসিরহাটের (Basirhat) দুই পোলট্রি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি।

author-image
Pritam Santra
New Update
accident 3

নিজস্ব সংবাদদাতাঃ ফের ওড়িশায় (Odisha) মৃত্যু (Death) হল বাঙালি শ্রমিকের।  বসিরহাটের (Basirhat) দুই পোলট্রি শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন আরও একাধিক ব্যক্তি। মৃতদের নাম সাইফুল গাজি ও আশারফ সর্দার। পোল্ট্রির কাজে ওড়িশা থেকে রওনা দিয়েছিল গাড়ি। শুক্রবার দুর্ঘটনার কবলে পড়ে সেই গাড়ি। ওড়িশার বালেশ্বর জেলার সড় থানা এলাকায় ঘটে দুর্ঘটনা। সজোরে ধাক্কা মারে একটি ডাম্পার।