জুলাই মাসের শুরুতেই সরকারি কর্মচারীদের জন্য বড় খবর! মিলবে DA

জানুয়ারির ডিএ ৪ শতাংশ বাড়ানোর পর কেন্দ্রীয় কর্মীদের মহার্ঘ ভাতা বেড়ে ৪২ শতাংশ করা হয়েছে। সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বছরে দুইবার বৃদ্ধি করা হয়।

New Update
moneyindian

নিজস্ব সংবাদদাতা: আপনি সরকারি কর্মচারী (Govt Employee) হলে এই আপডেট জানতেই হবে। সরকার ডিএ বৃদ্ধির (DA Hike) পরে ৫২ লক্ষ সরকারি কর্মচারী এবং ৪৮ লক্ষ পেনশনভোগীর (Pension) জন্য সুখবর আসবে। সরকার ২৭ মার্চ, পয়লা জানুয়ারি থেকে ডিএ কার্যকর করার সিদ্ধান্ত নেয়। ১ জানুয়ারি থেকে বর্ধিত ৪ শতাংশ ডিএ পাচ্ছে কর্মীরা। আগামী ১ জুলাই থেকে নতুন বৃদ্ধিপ্রাপ্ত ভাতা লাগু হতে চলেছে। এবার ভাতা ৪২ শতাংশ থেকে বেড়ে ৪৬ শতাংশ হবে বলে অনুমান। নতুন মহার্ঘ ভাতা সেপ্টেম্বরে ঘোষণা করা হলেও কার্যকর হবে ১ জুলাই থেকে।

ad.jpg