মণিপুরে ফের অশান্তি, সংঘর্ষ

সোমবার ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তে খামেনলোক এলাকায় একদল গ্রাম স্বেচ্ছাসেবক ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন তিনজন।

author-image
Pritam Santra
New Update
Manipur

নিজস্ব সংবাদদাতাঃ মণিপুরে দুই সম্প্রদায়ের মধ্যে জাতিগত সহিংসতা পুরোপুরি বন্ধ হয়নি। এদিকে, সোমবার ইম্ফল পূর্ব ও কাংপোকপি জেলার সীমান্তে খামেনলোক এলাকায় একদল গ্রাম স্বেচ্ছাসেবক ও দুষ্কৃতীদের মধ্যে সংঘর্ষ হয়েছে বলে জানা গিয়েছে। আহত হয়েছেন তিনজন। তিনজনকেই ইম্ফলের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। পুলিশ জানিয়েছে, কিছু সময় ধরে বিক্ষিপ্ত গুলি বর্ষণ অব্যাহত ছিল এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত বাহিনী পাঠানো হয়েছিল। গত তিন দিনে বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি। এদিকে, সেনাবাহিনীর এক কর্মকর্তা জানিয়েছেন, গত মাসে ইম্ফল পূর্ব জেলার লিটনপোকপিতে একটি সেতু দুর্বৃত্তদের দ্বারা ক্ষতিগ্রস্থ হওয়ার পরে বাহিনী এটিকে পরিষেবা দেওয়ার জন্য খুলে দিয়েছে। মেরামত করা সেতুটি লিটনপোকপি, চম্পাই এবং পুখাও ফুরজু এলাকায় দ্রুত ত্রাণ সামগ্রী পরিবহনে সহায়তা করবে।