রায়বরেলির পর আরও দু’টো কেন্দ্র চায় রাহুলকে প্রার্থী দেখতে!

'রাহুল গান্ধীর আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল'৷

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
rahul gandhi uu1.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: রায়বরেলি থেকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী প্রার্থী হওয়ার পরই, প্রাক্তন কংগ্রেস নেতা আচার্য প্রমোদ কৃষ্ণম এদিন বলেন, “রাহুল গান্ধীর আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল৷ আমেঠি থেকে পালানো একটি বার্তা দেয় যে একজন ব্যক্তি যিনি প্রতিদিন প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ করছেন, প্রশ্ন করছেন এবং দেশের মানুষকে বলছেন 'ডরো মত'; তিনি নিজেই এবার ভয় পেয়েছেন। এটা কংগ্রেসের জন্য দুর্ভাগ্যজনক”।

একই সাথে আচার্য প্রমোদ কৃষ্ণম এদিন এও বলেন, “আমি আগেই বলেছিলাম যে রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী বঢরাকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে দেবেন না। পরিবারে একটি বিশাল ষড়যন্ত্র চলছে এবং প্রিয়াঙ্কা গান্ধী নিজে পরিবার এবং দলের ষড়যন্ত্রের শিকার। রাহুল গান্ধী যদি আমেঠি থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে না চান তাহলে বারাণসী থেকে প্রতিদ্বন্দ্বিতা করা উচিত ছিল তাঁর। সরাসরি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে তাঁর দাঁড়ানো উচিত ছিল”।

ফগ

uikuijuiko.png

Add 1