কেরালায় বিস্ফোরণ, হাই অ্যালার্ট জারি রাজ্যে

কেরালায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সকাল ৯টা ৪৭ মিনিটে প্রথম বিস্ফোরণে কেঁপে ওঠে কনভেনশন সেন্টারটি। কারও কারও মতে যদিও এই সময়টি ৯টা ৪০।

author-image
SWETA MITRA
New Update
pooolll.jpg

নিজস্ব সংবাদদাতাঃ কেরালায়বিস্ফোরণেরপরএবার সতর্ক হয়ে গেল উত্তরপ্রদেশ (Uttarpradesh)। জানা গিয়েছে, উত্তরপ্রদেশেরএসডিজিআইন-শৃঙ্খলাপ্রশান্তকুমারসমস্তজেলাকেসতর্কথাকারনির্দেশদিয়েছেন।সমস্তনিরাপত্তাসংস্থাগুলিকেওসতর্ককরাহয়েছে, এবংদলগুলিগতকয়েকদিনেরপ্রাপ্তইনপুটগুলিতদন্তকরতেব্যস্তরয়েছে।ইসরায়েল-হামাসসংঘাতসম্পর্কিতপ্রতিটিকর্মসূচিপর্যবেক্ষণকরাহবে।কানপুর, মীরাট, বারাণসী, আলিগড়, লখনউ, হাপুর, বাগপত, বেরেলি, রামপুর, আগ্রাসহবেশকয়েকটিজেলায়বিশেষনজরদারিরাখারনির্দেশদেওয়াহয়েছে।