New Update
/anm-bengali/media/media_files/aFUXM0l9WUUvxeB2wjlk.jpg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় কেঁপে উঠেছে গোটা দেশ। নারী সুরক্ষা নিয়ে প্রশ্নের মুখে পড়েছে প্রশাসন। এহেন পরিস্থিতিতে ফের ধর্ষণের শিকার এক নার্সিং ছাত্রী।
তামিলনাড়ুর ডিন্ডিগুলে ওই ছাত্রীকে প্রথমে অপহরণ এবং তারপর গণধর্ষণ করে স্টেশনের কাছে ফেলে গিয়েছে অপরিচিত কিছু ব্যক্তি। গতকাল পুলিশের দেওয়া তথ্যের ভিত্তিতে এমনটাই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।
/anm-bengali/media/media_files/PggWR4kuc0HSjXhcVkJU.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us