File Picture
নিজস্ব সংবাদদাতা: এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৬৯ জন ভারতীয় যাত্রী। যাদের মধ্যে কেউ যাচ্ছিলেন পড়তে তো কেউ যাচ্ছিলেন কর্মসূত্রে। তবে ৫ মিনিটের মধ্যে সবার গল্পের সমাপ্তি যেন একই হয়ে গেল।
AI-171 যাত্রীর এক আত্মীয় এদিন খোঁজ নিতে এসে বলেন, “আজ যে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তাতে আমার ভাই অভিনব পাধিয়ারও ছিলেন। তিনি আমার মামার ছেলে। তিনি লন্ডন থেকে এখানে এসেছিলেন কারণ তার মামা মারা গেছেন। তিনি এক মাস ধরে এখানে ছিলেন। তিনি গত বছর লন্ডনে স্থানান্তরিত হয়েছিলেন। আমার এক মামা আজ তাকে নামিয়ে দিতে বিমানবন্দরে গিয়েছিলেন। তার ১০ মিনিটের মধ্যেই আমরা দুর্ঘটনার কথা জানতে পারি”।
#WATCH | Air India Plane Crash | Bikaner, Rajasthan: A relative of the AI-171 passenger says, "My brother was also onboard the flight that crashed today, Abhinav Padhiyar. He was my uncle's son... He had come here from London because his maternal uncle had passed away. He had… pic.twitter.com/9QGZUkziFr
— ANI (@ANI) June 12, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us