গণনা শেষে নোটা-এর থেকেও কম ভোট পেলেন ১২ জন প্রার্থী- চর্চায় উপনির্বাচনের এই আসন

চর্চায় উপনির্বাচনের কোন আসন?

author-image
Aniket
New Update
h

File Picture

নিজস্ব সংবাদদাতা: গুজরাটের ভিসাভাদর আসনের উপনির্বাচন চর্চার সম্মুখীন রয়েছেন। দেখা যাচ্ছে গণনা শেষে নোটা-এর থেকেও কম ভোট পেলেন ১২ জন প্রার্থী। এই আসনে মোট ১৬ জন প্রার্থী ছিলেন। তার মধ্যে ১২ জন প্রার্থীরই ভোট সংখ্যা নোটা-এর নিচে। এই আসনে নোটা-এ ভোট পড়েছে ১ হাজার ৭০০-এর বেশি।