আহমেদাবাদের পর এবার উত্তরাখণ্ড: ভেঙে পড়ল যাত্রী বোঝাই হেলিকপ্টার- ফের মৃত্যু মিছিল

এবার উত্তরাখণ্ড।

author-image
Aniket
New Update
w

File Picture

নিজস্ব সংবাদদাতা: সদ্য আহমেদাবাদের ভয়াবহ যাত্রীবোঝাই বিমান দুর্ঘটনা ভারত তথা গোটা বিশ্বের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছে। যাতে মৃত্যু হয়েছে ২৫০ জনেরও বেশি মানুষের। আহমেদাবাদের পর এবার উত্তরখন্ড, ভেঙে পড়ল যাত্রী বোঝাই হেলিকপ্টার।

আজ, ভোর ৫:২০ মিনিটে, শ্রী কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাচ্ছিল এমন একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। পাইলট সহ ছয়জন যাত্রী ছিলেন (৫ জন প্রাপ্তবয়স্ক এবং ১ জন শিশু) হেলিকপ্টারটিতে। হেলিকপ্টারে থাকা যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। ত্রাণ ও উদ্ধারের জন্য, NDRF এবং SDRF টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এই বিষয়ে জানিয়েছে।