New Update
/anm-bengali/media/media_files/2025/06/15/qWOinWBvHUmNFvR8Pa0g.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সদ্য আহমেদাবাদের ভয়াবহ যাত্রীবোঝাই বিমান দুর্ঘটনা ভারত তথা গোটা বিশ্বের অন্তরাত্মাকে কাঁপিয়ে দিয়েছে। যাতে মৃত্যু হয়েছে ২৫০ জনেরও বেশি মানুষের। আহমেদাবাদের পর এবার উত্তরখন্ড, ভেঙে পড়ল যাত্রী বোঝাই হেলিকপ্টার।
/anm-bengali/media/post_attachments/a8e70181-da8.png)
আজ, ভোর ৫:২০ মিনিটে, শ্রী কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশী যাচ্ছিল এমন একটি হেলিকপ্টার গৌরীকুণ্ডের কাছে বিধ্বস্ত হয়েছে বলে জানা গেছে। পাইলট সহ ছয়জন যাত্রী ছিলেন (৫ জন প্রাপ্তবয়স্ক এবং ১ জন শিশু) হেলিকপ্টারটিতে। হেলিকপ্টারে থাকা যাত্রীরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। ত্রাণ ও উদ্ধারের জন্য, NDRF এবং SDRF টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উত্তরাখণ্ড সিভিল এভিয়েশন ডেভেলপমেন্ট অথরিটি এই বিষয়ে জানিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us