চাঁদের মাটিতে পা রাখতে বাকি আর ১৫ বছর!

চাঁদে অবতরণ করাতে হবে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনতে হবে।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
chandrayaan-3-lander-rover-isro-jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: চাঁদের মাটিতে পা রাখতে চলেছে ভারতীয় মহাকাশচারী। ভারতের মানববাহী অভিযানের বিষয়ে, ISRO-এর চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব, ডঃ ভি. নারায়ণন এদিন বলেন, “প্রধানমন্ত্রী প্রকল্পটি অধ্যয়ন করতে বলেছেন এবং নির্দেশ দিয়েছেন যে ২০৪০ সালের মধ্যে, অবশ্যই আমাদের ভাইবোনদের চাঁদে অবতরণ করাতে হবে এবং তাদের নিরাপদে ফিরিয়ে আনতে হবে। এর জন্য, আমরা তার নির্দেশনায় কাজ করছি”।

ISROnew