নিজস্ব সংবাদদাতাঃ রাজস্থানের হিন্দুস্তান কপার লিমিটেডের থেকে উদ্ধার করা হয়েছে ১৫ জন কর্মীকে। ১২ ঘন্টার উদ্ধারকার্যের পড়ে অবশেষে ১৫ জনকে লিফ্ট থেকে বের করে আনা হয়েছে।
এক্ষেত্রে প্রসঙ্গত যে, মঙ্গলবার রাতে রাজস্থানের ঝুনুঝুনু জেলায় অবস্থিত হিন্দুস্তান কপার লিমিটেডের একটি তামার খনিতে কলকাতার একটি ভিজিলেন্স টিম পর্যবেক্ষণই গিয়েছিল। পর্যবেক্ষণ শেষে বের হওয়ার সময়, আচমকাই লিফটের চেন ছিঁড়ে ১৫ জন খনির ভেতরেই আটকে পড়েন। জানা গিয়েছে যে লিফ্টটি প্রায় ৫৭৭ ফুট গভীরে গিয়ে ঝুলতে থাকে। কর্মীদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।