১২ দিন পর শুরু হচ্ছে বিটিং রিট্রিট, তবে বদল থাকছে নিয়মে

সাধারণ মানুষ দেখতে পারবেন বিটিং রিট্রিটের অনুষ্ঠান।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
Beating Retreat

File Picture

নিজস্ব সংবাদদাতা: ১২ দিন স্থগিত থাকার পর, আজ অর্থাৎ ২০ মে (মঙ্গলবার) থেকে ফের শুরু হতে চলেছে বিটিং রিট্রিট অনুষ্ঠান। ভারত-পাকিস্তান সীমান্তে সৃষ্ট সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে এই অনুষ্ঠান বন্ধ রাখা হয়েছিল। এবার ফের চালু হলেও থাকছে বেশ কিছু কঠোর বিধিনিষেধ ও সীমাবদ্ধতা।

পাঞ্জাবের তিনটি সীমান্ত পয়েন্ট - আটারি (অমৃতসর), হুসেইনিওয়ালা (ফিরোজপুর) ও সাদকি (ফাজিলকা)— এই তিন স্থানেই শুরু হচ্ছে জনসাধারণের জন্য বিটিং রিট্রিট অনুষ্ঠান। সূত্রের খবর, বিএসএফ (সীমান্তরক্ষা বাহিনী) এবং পাকিস্তান রেঞ্জার্স যৌথভাবে আটারির চেকপোস্টে প্রতিদিন পতাকা নামানোর রীতি বজায় রাখবে, কিন্তু আগের মত গেট খোলা বা করমর্দন হবে না। ভারতীয় সেনারা ভারতের দিকে এবং পাকিস্তানি রেঞ্জার্সরা পাকিস্তানের দিকে তাঁদের এই অনুষ্ঠান সম্পন্ন করবে।

তবে যা জানা যাচ্ছে, আজ প্রথম দিন জনসাধারণের জন্যে গেট খোলা হবে না। শুধুমাত্র বিশিষ্ট সংবাদমাধ্যমের প্রতিনিধিরাই আজ বিটিং রিট্রিটে উপস্থিত থাকবেন। আগামীকাল থেকে সাধারণ মানুষ দেখতে পারবেন বিটিং রিট্রিটের অনুষ্ঠান। আজ ঠিক সন্ধ্যে ৬টায় শুরু হবে এই অনুষ্ঠান। 

Beating Retreat

গত ৮ মে পহেলগাঁও-এ জঙ্গি হামলায় ২৬ জন নিহত হন। এর জবাবে ভারত ‘অপারেশন সিন্দুর’ চালিয়ে পাকিস্তান ও পাক-অধিকৃত কাশ্মীরের ৯টি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে দেয়। এতে ১০০-রও বেশি জঙ্গি নিহত হয়। এই ঘটনার পরেই পাকিস্তানের পক্ষ থেকে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাধ্যমে উত্তেজনা আরও বাড়ে, যার যোগ্য জবাব দেয় ভারতও।

এই ঘটনাবলীর পরিপ্রেক্ষিতে জননিরাপত্তার কথা ভেবে ৮ মে থেকে বিটিং রিট্রিট অনুষ্ঠান জনসাধারণের জন্য বন্ধ করে দেয় বিএসএফ। তবে প্রতিদিন পতাকা নামানোর রীতি বিএসএফ জওয়ানরা বজায় রেখেছিলেন। তবে এবার ১২ দিন পর যখন যুদ্ধবিরতি চলছে দুই দেশের মধ্যে, সেই সময় ফের জনসাধারণের জন্যে শুরু হচ্ছে বিটিং রিট্রিট অনুষ্ঠান।