কর্নাটকে প্রশাসনিক অচলাবস্থা–কংগ্রেস সরকারকে আক্রমণ ভরত বোম্মাইয়ের

“মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার লড়াই–বন্ধ হয়ে গেছে কৃষক ক্ষতিপূরণসহ সব কাজ”।

author-image
Aniket
New Update
Screenshot 2025-11-25 10.38.03 PM

নিজস্ব সংবাদদাতা: কর্নাটকে কংগ্রেস সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানালেন বিজেপি নেতা ভরত বোম্মাই। তিনি দাবি করেন, গত এক সপ্তাহ ধরে রাজ্যে সব ধরনের প্রশাসনিক কাজ বন্ধ হয়ে গেছে, কৃষকদের ক্ষতিপূরণের প্রক্রিয়াও থমকে আছে।

বোম্মাই অভিযোগ করে বলেন, “সরকারে দুই শীর্ষ নেতা মুখ্যমন্ত্রীর পদ নিয়ে প্রতিযোগিতায় নেমেছেন। কে কতজন বিধায়ক নিজের পক্ষে টানতে পারছেন, সেটাই এখন তাঁদের একমাত্র লক্ষ্য। প্রশাসন থেমে গেছে।” তিনি আরও বলেন, “এটা রাজ্যের জন্য মোটেই শুভ লক্ষণ নয়।”