/anm-bengali/media/media_files/2025/11/01/dilip-jaiswal-2025-11-01-10-59-28.webp)
নিজস্ব সংবাদদাতা: বিহারের মোখামা খুন কাণ্ডে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ জয়সওয়াল জানালেন, রাজ্যে সম্পূর্ণভাবে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে এবং অপরাধীরা কেউ রেহাই পাবে না। তিনি বলেন, “বিহারে আইনের শাসন রয়েছে। অপরাধী যেই হোক, তার শাস্তি হবেই। তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বিস্তারিত কিছু বলা সম্ভব নয়, তবে প্রশাসন পুরো ঘটনাটির ওপর নজর রাখছে এবং কঠোর পদক্ষেপ নিচ্ছে।”
মোখামা অঞ্চলে সাম্প্রতিক খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। পুলিশ ইতিমধ্যেই একাধিক অভিযুক্তকে চিহ্নিত করে তদন্ত শুরু করেছে। এ প্রসঙ্গে দিলীপ জয়সওয়াল জানান, “বিজেপি সরকার আইনের শাসন ও ন্যায়ের প্রতিশ্রুতিতে অটল। কেউই আইনের ঊর্ধ্বে নয়।”
/anm-bengali/media/post_attachments/ff363266-a9a.png)
অন্যদিকে, এনডিএ’র ইস্তেহার নিয়ে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদবের টুইটের জবাবে জয়সওয়াল তীব্র কটাক্ষ করে বলেন, “লালু যাদব হয়তো জানেন না, গতকাল এনডিএ’র পাঁচ পাণ্ডব একসঙ্গে এই ইস্তেহার প্রকাশ করেছেন। আসলে ওনার এখন কোনও কাজ নেই। যাদের কোনও কাজ থাকে না, তারাই এমন তুচ্ছ বিষয়ে নিন্দা করতে ব্যস্ত থাকে।”
#WATCH | Patna: On the Mokama murder case, Bihar BJP President Dilip Jaiswal says, "There is rule of law in Bihar, no matter who the criminal is, they will be punished under the rule of law, only after the investigation report comes can anything be said in detail about this, but… pic.twitter.com/zZatw5YIqq
— ANI (@ANI) November 1, 2025
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us