BREAKING: আর্বান নকশালদের রুখতে কড়া পদক্ষেপ নিল মহারাষ্ট্র ! তীব্র সমালোচনা করলেন আদিত্য ঠাকরে

কি বললেন আদিত্য ঠাকরে ?

author-image
Debjit Biswas
New Update
Aaditya THakll1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার ‘আরবান নকশালবাদ’ রুখতে মহারাষ্ট্র সরকারের প্রস্তাবিত, স্পেশাল পাবলিক সিকিউরিটি বিলকে তীব্র আক্রমণ করলেন শিবসেনা (উদ্ধব গোষ্ঠী) বিধায়ক আদিত্য ঠাকরে। তিনি বলেন,''আমরা আগেই আমাদের অবস্থান স্পষ্ট করেছি। এই বিল শুধু বিরোধী দলের বিরুদ্ধে নয়, সমস্ত মিডিয়ার বিরুদ্ধেও। যারা অন্যায়ের বিরুদ্ধে জনগণের কণ্ঠস্বর হয়ে উঠতে চান, তাদের প্রত্যেকের ওপর আক্রমণ করবে এই বিল। আমরা এই বিলের তীব্র বিরোধিতা করব। এটি আসলে ‘আরবান নকশালদের’ রুখতে আনা হচ্ছে না, বরং যারা বিজেপি-বিরোধী, যারা সরকারের বিরোধিতা করছেন, তাদের দমন করার জন্য আনা হচ্ছে।”

aditya thakreyq1.jpg