BREAKING: জমা জলে ভরে গেছে মুম্বইয়ের হিন্দমাতা এলাকা ! বিজেপির কেলেঙ্কারি বললেন আদিত্য ঠাকরে

কি বললেন শিব সেনা নেতা আদিত্য ঠাকরে ?

author-image
Debjit Biswas
New Update
aditya thakreyq1.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার মুম্বইয়ের হিন্দমাতা এলাকা পরিদর্শনে গিয়ে ফের একবার বিজেপিকে আক্রমণ করলেন শিব সেনা নেতা আদিত্য ঠাকরে। তিনি বলেন,''মুম্বই ও পুনে জুড়ে যা হচ্ছে, তা আসলে বিজেপির কেলেঙ্কারির ফল। গত ২-৩ সপ্তাহ ধরে মুম্বই, পুনে ও মহারাষ্ট্রের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টি হচ্ছে। কৃষকদের কোনও সাহায্য করেনি এই সরকার। আর এদের কেলেঙ্কারির জন্যই শহরগুলির আজ এই অবস্থা।''

Aaditya THakll1.jpg