অধীর রঞ্জন চৌধুরী- এই মুহূর্তের বিশাল খবর

কি বললেন অধীর বাবু?

author-image
Aniket
New Update
modi adhir ranjan choudhury

File Picture

 

 


নিজস্ব সংবাদদাতা: এনডিএ সরকারের ১১ বছর পূর্ণ হওয়ার পর কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বড় বার্তা দিয়েছেন।

অধীর রঞ্জন চৌধুরী বলেছেন, "সরকারের একটাই কাজ, নিজের প্রশংসা করা এবং দেশ জুড়ে প্রচার করা। তোমার হাতে টাকা এবং মিডিয়া থাকলে এটা কঠিন নয়। তবে, জনগণ জানে আসল পরিস্থিতি কী। সরকারের খারাপ নীতির কারণে আমরা সরকার যে অবস্থানে প্রতিশ্রুতি দিয়েছিল সেখানে পৌঁছাতে পারছি না। আমাদের দেশে ধনী ও সাধারণ মানুষের মধ্যে ব্যবধান বাড়ছে। সরকারের ব্যর্থ অর্থনৈতিক নীতির কারণেই এটি ঘটছে।" অধীর চৌধুরীর এই বার্তায় শোরগোল শুরু হয়েছে।