মুর্শিদাবাদে জিএসটি নিয়ে বিজেপিকে কটাক্ষ অধীর রঞ্জন চৌধুরীর

কি বললেন অধীর রঞ্জন চৌধুরী?

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
adhir

File Picture

নিজস্ব সংবাদদাতা: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী বলেন, “জিএসটি নিয়ে কংগ্রেস পার্টি ও কংগ্রেস সরকারের যে মনোভাব ছিল, সেটাই ছিল দেশজুড়ে একটি একক ব্যবস্থার প্রয়োগ। আমাদের উদ্দেশ্য ছিল ১-২টি স্ল্যাবের মাধ্যমে জিএসটি কার্যকর করা, যাতে সাধারণ মানুষ কর্মসংস্থান ও জীবিকার ক্ষেত্রে অতিরিক্ত সমস্যায় না পড়ে।” তিনি অভিযোগ করেন, বিজেপি কংগ্রেসের সেই ভাবনা ধার করে বড় ধুমধামের সঙ্গে জিএসটি প্রয়োগ করেছে। অধীরের বক্তব্যে, কর ব্যবস্থাকে সরল করার বদলে এই এনডিএ সরকার সেটিকে “গব্বর সিং ট্যাক্সে” পরিণত করেছে। তবে তিনি এ-ও উল্লেখ করেন যে সংসদ ও সংসদের বাইরে দীর্ঘদিন ধরে যে দাবি উঠছিল স্ল্যাব সংখ্যা কমানোর, তা অবশেষে মেনে নেওয়া হয়েছে।