রাহুল গান্ধীর মন্তব্যে কোনও ভুল নেই ! সুপ্রিম কোর্ট ধমক দিলেও রাহুলের পাশে অধীর

কি বললেন অধীর রঞ্জন চৌধুরী ?

author-image
Debjit Biswas
New Update
rahul adhir modi.jpg

নিজস্ব সংবাদদাতা : ২০২২ সালের ৯ই ডিসেম্বর ভারত ও চীনা সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ নিয়ে মন্তব্য করার জন্য আজ লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়তে হয়। কিন্তু এরপরেও এই বিষয়ে রাহুলের পাশেই দাঁড়ালেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন,''স্যাটেলাইট ছবি এবং অন্যান্য বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এটি প্রমাণিত হয়েছিল যে, চীন ২০০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করেছে। রাহুল গান্ধী কোনো মনগড়া তথ্য দেননি।"

rahul6

এরপর তিনি প্রশ্ন তোলেন "সরকারেরই বা কী প্রয়োজন ছিল এটা বলার যে আলোচনা চলছে ? সরকার এটা বলেছে কারণ আমাদের জমি সত্যিই তাদের (চীনা সেনাবাহিনী) দ্বারা দখল করা হয়েছিল।"