সংসদ ভবনের নিরাপত্তায় বিরাট গলদ, গর্জে উঠলেন অধীর

লোকসভায় যেন আজ ২২ বছর আগের স্মৃতি ফিরে এল।

author-image
SWETA MITRA
New Update
loksabha breack.jpg

নিজস্ব সংবাদদাতাঃ সংসদ ভবনের নিরাপত্তায় বিরাট গলদ। লোকসভায় অধিবেশন চলাকালীন দর্শক আসন থেকে দুজন ব্যক্তিড়। এহেন ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এদিকে এই ঘটনা প্রসঙ্গে বড় মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)। তিনি বলেন, "দুই যুবক গ্যালারি থেকে লাফিয়ে পড়ে এবং তারা এমন কিছু ছুঁড়ে মারে যা থেকে গ্যাস নির্গত হচ্ছিল। তারা সাংসদদের হাতে ধরা পড়েছিল, নিরাপত্তা কর্মীরা তাদের বের করে আনে। অধিবেশন দুপুর ২টা পর্যন্ত মুলতবি করা হয়। এটি অবশ্যই একটি নিরাপত্তা লঙ্ঘন, কারণ আজ আমরা ২০০১ সালে (সংসদ হামলা) জীবন উৎসর্গকারীদের মৃত্যুবার্ষিকী পালন করছি।“