/anm-bengali/media/media_files/8EOiUaNI6LSWuMfcEz8q.jpg)
নিজস্ব সংবাদদাতা : এবার নির্বাচন কমিশনের ভোটার তালিকা সংশোধন কর্মসূচির বিরুদ্ধে গর্জে উঠলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন,''নির্বাচন কমিশন যদি বলে ৬০-৬৫ লক্ষ ভোটারের নাম কাটা হয়েছে, তবে সেই তথ্যের সত্যতা যাচাই করা প্রয়োজন। ভোটার তালিকা থেকে এত বিপুল সংখ্যক নাম বাদ দেওয়া নিয়ে আমরা তীব্র অসন্তোষ প্রকাশ করছি।”
এরপর তিনি বলেন,''কিছু চক্রান্ত ও স্ক্যামের কারণে মানুষের ভোটাধিকারকে দুর্বল করে দেওয়া হচ্ছে। এই বিষয়ে রাহুল গান্ধী সকলকেই খোলাখুলি চ্যালেঞ্জ ছুঁড়েছেন। দেশের একজন ভোটার বঞ্চিত হলেও প্রশ্ন তুলবে কংগ্রেস।''
#WATCH | Murshidabad, West Bengal: On the issue of Special Intensive Revision (SIR) of voter list in Bihar, Congress leader Adhir Ranjan Chowdhury says, "If even a single voter is not able to vote, these questions will keep coming from the Congress. In India, if even a single… pic.twitter.com/WhxAUmKCHp
— ANI (@ANI) July 26, 2025