BREAKING: জয়শঙ্করের দাবি খারিজ করছেন নিশিকান্ত দুবে ! বড় অভিযোগ করলেন অধীর চৌধুরী

কি বললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী ?

author-image
Debjit Biswas
New Update
adhir

নিজস্ব সংবাদদাতা : এবার বিজেপি সংসদ নিশিকান্ত দুবের সাম্প্রতিক কিছু মন্তব্য নিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন,''নিশিকান্ত দুবের বক্তব্যই এটা প্রমাণ করছে যে, রাহুল গান্ধীর তোলা প্রশ্নগুলি যথাযথ ছিল। কিছুদিন আগে যখন রাহুল গান্ধী এই প্রশ্নগুলি তুলেছিলেন, তখন বিদেশমন্ত্রী সেগুলি অস্বীকার করেন। কিন্তু এখন তাদের নিজের দলের নেতারাই বিদেশমন্ত্রী জয়শঙ্করের দাবি খারিজ করছেন।"

nishikantss.jpg