/anm-bengali/media/media_files/T0ENISeqRyIFBNIuS8Mf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে (Mahua Moitra) নিয়ে ফের একবার বড় মন্তব্য করলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী। লোকসভায় তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিষয়ে এথিক্স প্যানেলের রিপোর্ট পেশ করা প্রসঙ্গে কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বলেন, "বিষয়টি দীর্ঘদিন ধরে চলছে। এটি সারা দেশে ভুল বার্তা দিচ্ছে। কেন কেন্দ্রীয় সরকার এই ধরনের প্রতিশোধের রাজনীতি করছে? প্রধানমন্ত্রী মোদী ভালো কথা বলেন, কিন্তু আমি বুঝতে পারছি না কেন তাঁর বক্তব্য এবং কাজের মধ্যে এত পার্থক্য রয়েছে। এত বড় ভুল কী ছিল যে সংসদ থেকে সাসপেনশনের প্রয়োজন পড়ল? কেন্দ্র কি তাকে সংসদে সবার সামনে জিজ্ঞেস করতে পারে না। মনে হচ্ছে দেশে একনায়কতন্ত্র চলছে।“
#WATCH | Delhi: On Ethics Panel report on TMC MP Mahua Moitra to be tabled in Lok Sabha today, Congress MP Adhir Ranjan Chowdhury says, "The issue is going on for a long time...It is putting the wrong message across the nation. Why does this government do revenge politics? PM… pic.twitter.com/ccfmTxPsrY
— ANI (@ANI) December 8, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us