'ভারত' নিয়ে তরজা! 'দেশের নাম বদলাতে চাইছেন প্রধানমন্ত্রী', দাবি অধীরের

উল্লেখ্য, এই প্রথম সরকার সরকারি আমন্ত্রণে ইন্ডিয়া-র পরিবর্তে 'ভারত প্রজাতন্ত্র' ব্যবহার করেছে।

author-image
SWETA MITRA
New Update
MODI ADHIR.jpg

নিজস্ব সংবাদদাতাঃ ইন্ডিয়া না ভারত? বর্তমানে এই নিয়ে এক ঠাণ্ডা যুদ্ধে লিপ্ত হয়েছে কেন্দ্রীয় সরকার ও বিজেপি বিরোধী দলগুলি। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত নৈশভোজের জন্য জি-২০ বিশ্ব নেতাদের পাঠানো আমন্ত্রণপত্রকে ঘিরে বেশ আলোড়ন সৃষ্টি হয়েছে। কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury) ও কেন্দ্রের এই পদক্ষেপের সমালোচনা করেছেন এবং বলেছেন যে এটি দেশের সংবিধান 'পরিবর্তনের' দিকে প্রথম পদক্ষেপ। কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন অভিযোগ করেন, ‘বিরোধী দল ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইনক্লুসিভ অ্যালায়েন্স গঠনের পর থেকেই বিজেপি ভয় পাচ্ছে। ইন্ডিয়া জোটকে দেখে ভয় পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। তাই দেশের নাম বদলাতে চাইছেন প্রধানমন্ত্রী।‘