জয়ের সম্ভাবনা বেড়েছে, তাই প্রার্থী নিয়ে জট ! বিহার নির্বাচন নিয়ে এ কি বললেন অধীর ?

কি বললেন অধীর রঞ্জন চৌধুরী ?

author-image
Debjit Biswas
New Update
adhir

নিজস্ব সংবাদদাতা : এবার বিহার নির্বাচন ও আসন ভাগাভাগি নিয়ে নিজের মুখ খুললেন কংগ্রেস নেতা অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন,''রাহুল গান্ধী 'ভারত জোড়ো ন্যায় যাত্রা' সম্পন্ন করার পর এমন একটি পরিবেশ তৈরি হয়েছে, যেখানে কংগ্রেসের জয়ের সম্ভাবনা বহুলাংশে বেড়ে গেছে। এই কারণেই যে সমস্ত কেন্দ্রে রাষ্ট্রীয় জনতা দল (RJD) এবং কংগ্রেস উভয় দলেরই শক্তিশালী প্রার্থী রয়েছে, সেখানে আসন বণ্টনে সামান্য 'অমিল' বা 'অসামঞ্জস্য' দেখা দিয়েছে।''

tejashwi_vs nitish.jpg

অধীর চৌধুরীর এই মন্তব্য স্পষ্ট করে দেয় যে, কংগ্রেস হাইকমান্ড মনে করছে 'ভারত জোড়ো ন্যায় যাত্রা'র পর জনগণের মধ্যে তাদের গ্রহণযোগ্যতা বেড়েছে। ফলে তারা বেশি সংখ্যক আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে চাইছে।