ভাষণ নয়, রেশন দরকার ! এবার প্রধানমন্ত্রীকে একহাত নিলেন অধীর রঞ্জন চৌধুরী

কি বললেন অধীর রঞ্জন চৌধুরী ?

author-image
Debjit Biswas
New Update
ADHIR RANJANC.jpg

নিজস্ব সংবাদদাতা : এবার স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রীর ভাষণ প্রসঙ্গে কথা বলতে গিয়ে ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একহাত নিলেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন,''দেশে বেকার মানুষের সংখ্যা দিন দিন বাড়ছে। কেন্দ্র সরকারের নিজস্ব পরিসংখ্যানই তা দেখাচ্ছে। প্রধানমন্ত্রী মোদি শুরুতেই বলেছিলেন যে তিনি ২ কোটি চাকরি দেবেন, কিন্তু সেই ২ কোটি চাকরির কোনও চিহ্নই নেই।"

adhir ranjan choudhary.jpg

তিনি আরও বলেন, "অতএব, আমরা এই ভাষণে খুব বেশি আগ্রহী নই, কারণ ভাষণের পরিবর্তে প্রধানমন্ত্রীর রেশনের কথা বলা উচিত। দুর্ভাগ্যবশত, আমাদের দেশে শুধু ভাষণই দেওয়া হয়।"