/anm-bengali/media/media_files/JjT5RE0hozRQ8WwzhLow.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ কর্নাটকে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো সোমবার তাদের দ্বিতীয় বৈঠক করতে চলেছে। তার আগেই আপ-এর দাবি মেনে দিল্লি সরকারের ক্ষমতা খর্বকারী কেন্দ্রের অর্ডিন্যান্সের বিরুদ্ধে থাকার কথা ঘোষণা করেছে কংগ্রেস। তারপরই এই বিষয়ে নানা মন্তব্য করছে কংগ্রেস নেতৃত্ব। রবিবার সন্ধ্যায় এই বিষয়ে মুখ খুলে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।
#WATCH | Delhi: "For the past many years, PM Modi's govt has brought in several ordinances one after the other. On every ordinance, the Congress party has objected in some way or the other...We don't want a law to be passed through ordinance...," says West Bengal Congress… pic.twitter.com/4VsBwWiHyH
তিনি বলেন. "গত বছরগুলোতে মোদী সরকার একাধিক অর্ডিন্যান্স নিয়ে এসেছে। প্রতিটি অর্ডিন্যান্সের ক্ষেত্রে কংগ্রেস পার্টি কোনও না কোনও ভাবে বিরোধিতা করেছে। আমরা অর্ডিন্যান্সের মাধ্যমে কোনও আইন চাই না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us