ভোটের আগে ফের জুমলা, বাংলার সাংসদের নিশানায় প্রধানমন্ত্রী

লোকসভায় মহিলা সংরক্ষণ বিল পাস হওয়ার পর আজ রাজ্যসভায় এই বিল পেশ করা হয়।

author-image
SWETA MITRA
New Update
modi adhiii.jpg

নিজস্ব সংবাদদাতাঃ মহিলা সংরক্ষণ বিল নিয়ে আবারও সরব হতে দেখা গেল কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী (Adhir Ranjan Chowdhury)-কে। তিনি বলেন, "নির্বাচন আসন্ন, তাই মহিলা ভোটারদের আকৃষ্ট করার জন্য এখানে একটি নতুন জুমলা এসেছে। আমরা কেন এর বিরোধিতা করবো? এটা আমাদের নিজস্ব বিষয়। আমরা সরকারকে অন্যান্য বিষয় অন্তর্ভুক্ত করার পরামর্শ দেব... আমাদের এক সহযোগী বলেছিলেন যে ট্রান্সজেন্ডারদের কী হবে? জাতিগত আদমশুমারি হওয়া উচিত।  সরকার ভাল করেই জানে যে সীমানা পুনর্নির্ধারণ এবং জাতিগত আদমশুমারিতে সময় লাগবে।