BREAKING : ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি তুললেন অধীর চৌধুরী !

কি বললেন অধীর চৌধুরী ?

author-image
Debjit Biswas
New Update
adhir

নিজস্ব সংবাদদাতা : এবার ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের দাবি তুললেন কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তিনি বলেন,''আমি কেন্দ্র সরকারের কাছে এই ওয়াকফ আইন প্রত্যাহারের দাবি জানাচ্ছি। এই আইন দেশের পক্ষে একেবারেই শুভ নয়।”

rahul gandhi

এরপর তিনি বলেন,''রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে সহ অনেকেই মনে করেন, এই ওয়াকফ সংশোধনী আইন অসাংবিধানিক। এই আইন জোর করে মানুষের ওপর চাপিয়ে দেওয়া উচিৎ নয়।”