মুকেশ সিং, এবার আইটিবিপির আইজি! রাতেই বড় ঘোষণা স্বরাষ্ট্র মন্ত্রকের

জম্মুর এডিজিপি মুকেশ সিং ৫ বছরের জন্য আইটিবিপির আইজি নিযুক্ত হয়েছেন।

জব

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতাঃ জম্মু জোনের অতিরিক্ত পুলিশ মহাপরিচালক মুকেশ সিংকে মঙ্গলবার ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশের (আইটিবিপি) ইন্সপেক্টর জেনারেল পদে ডেপুটেশন ভিত্তিতে নিযুক্ত করা হয়েছে। ১৯৯৬ ব্যাচের এজিএমইউটি ক্যাডারের আইপিএস অফিসার সিংয়ের নিয়োগের মেয়াদ হবে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পাঁচ বছরের জন্য অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত।

সিং ২০১৯ সালের ১৪ আগস্ট জম্মু জোনের পুলিশ মহাপরিদর্শক হিসাবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০ জানুয়ারি, ২০২১ সালে অতিরিক্ত পুলিশ মহাপরিচালক (এডিজিপি) পদে পদোন্নতি পান।

স্বরাষ্ট্র মন্ত্রকের আন্ডার সেক্রেটারি সঞ্জীব কুমার তাঁর আদেশে জানিয়েছেন, জম্মুর এডিজিপিকে আইটিবিপি-তে ডেপুটেশনের ভিত্তিতে আইজি পদে নিয়োগ করা হয়েছে।