/anm-bengali/media/media_files/BzJCYws1Ci2vZklBiqJL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃমহারাষ্ট্রের বীডে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেন, “এই মুহূর্তে গোটা দেশ আমাদের সঙ্গে আছে, কিন্তু ইন্ডিয়া জোট পাকিস্তানের সঙ্গে। তারা পাকিস্তানের ভাষায় কথা বলতে শুরু করেছে। কংগ্রেস নেতা বিজয় ওয়াদেত্তিওয়ার শিবসেনার সঙ্গে থাকাকালীন ভাল ছিলেন। কিন্তু কংগ্রেসে যোগ দেওয়ার পর তাঁর অবস্থার অবনতি ঘটে। এদেশে বসবাস করে কেউ যদি পাকিস্তানের ভাষায় কথা বলে তাকে জেলে ঢোকানো উচিত। জনগণ তাদের উচিত শিক্ষা দেবে।”
/anm-bengali/media/media_files/n9apfgFwRtGjnz4LHVyx.jpg)
Addressing a public rally in Maharashtra's Beed, CM Eknath Shinde said, "The whole country is with us at this time but INDIA alliance is with Pakistan. They have started speaking the language of Pakistan. Congress leader Vijay Wadettiwar was fine when he was with Shiv Sena, but… pic.twitter.com/l1srpHTsfr
— ANI (@ANI) May 7, 2024
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us