বিহার স্পোর্টস মহাসংগ্রাম নিয়ে বড় মন্তব্য করলেন অভিনেতা সোনু সুদ !

কি বললেন অভিনেতা সোনু সুদ ?

author-image
Debjit Biswas
New Update
adsds

নিজস্ব সংবাদদাতা : এবার বিহার স্পোর্টস মহাসংগ্রাম নিয়ে বড় মন্তব্য করলেন অভিনেতা সোনু সুদ। তিনি বলেন,''খেলার প্রতি আগ্রহী একটি শিশুর জন্য, একটি উপযুক্ত প্ল্যাটফর্ম পাওয়াও খুবই গুরুত্বপূর্ণ। বিহারের মানুষের প্রতিভা যাতে পরিচিতি পায়, সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা ভেবেছিলাম যে কিছু খেলাধুলা নির্বাচন করা উচিত এবং কিছু প্রতিভাবান শিশুকে সুযোগ করে দেওয়া উচিত।"

c

এরপর তিনি বলেন,''বিহারে প্রচুর প্রতিভা রয়েছে, কিন্তু সঠিক পরিচর্যা এবং সুযোগের অভাবে সেই প্রতিভাগুলি হারিয়ে যায়। এই ধরনের উদ্যোগ সেইসমস্ত প্রতিভাকে মূলধারায় ফিরিয়ে আনতে সাহায্য করবে।''