অখিলেশ-রজনীকান্ত সাক্ষাৎ, রাজ্য রাজনীতিতে তবে নয়া সমীকরণ?

সুপারস্টার রজনীকান্তের অ্যাকশন প্যাকড সিনেমা 'জেলার' তার দ্বিতীয় সপ্তাহেও দর্শকদের বিনোদন দিয়ে চলেছে। দ্বিতীয় শনিবার ছবিটি বক্স অফিসে ১৮ কোটি টাকা সংগ্রহ করে।

author-image
SWETA MITRA
New Update
rajni akhi.jpg

নিজস্ব সংবাদদাতাঃ আবারও শিরোনামে দক্ষিণী সুপারস্টার রজনীকান্ত (Rajinikanth)। তাঁর সিনেমা ‘জেলার’ নিয়ে দিকে দিকে প্রচার করছেন থালাইভা। এরই মাঝে আজ রবিবার উত্তরপ্রদেশের লখনউতেসমাজবাদীপার্টিরপ্রধানঅখিলেশযাদবের (Akhilesh Yadav) সঙ্গেদেখাকরলেনঅভিনেতারজনীকান্ত। আর দুজনের সাক্ষাতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন অখিলেশ নিজে। গদগদ হয়ে তিনি এক টুইট বার্তায় লেখেন, ‘যখন হৃদয় মিলিত হয়, মানুষ আলিঙ্গন করে।  মহীশূরে ইঞ্জিনিয়ারিং পড়ার সময় রজনীকান্তজিকে পর্দায় দেখার আনন্দ এখনও অটুট রয়েছে। আমরা ৯ বছর আগে ব্যক্তিগতভাবে দেখা করেছিলাম এবং তখন থেকেই বন্ধু...।’