'যারা দেশের মুখ উজ্জ্বল করলেন তাদের সঙ্গে এই আচরণ?' উঠছে প্রশ্ন

দিল্লিতে (Delhi) উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে কুস্তিগীরদের। ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছে একে একে এই ঘটনার প্রতি নিন্দা করেছেন অনেকেই।

author-image
Pritam Santra
New Update
wrestlers protest

নিজস্ব সংবাদদাতাঃ দিল্লিতে (Delhi) উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বিক্ষোভ কর্মসূচি থেকে উঠিয়ে দেওয়া হয়েছে কুস্তিগীরদের। ঘটনা প্রসঙ্গে প্রতিবাদ জানিয়েছে একে একে এই ঘটনার প্রতি নিন্দা করেছেন অনেকেই। সামাজিক মাধ্যমে বেশ কিছু ছবি পোস্ট করে কেউ কেউ প্রশ্ন তুলেছেন, "যারা দেশের মুখ উজ্জ্বল করেছেন, বিশ্ব মঞ্চে তুলে ধরেছেন দেশের পতাকা, তাদের সঙ্গেই এই আচরণ?" রাজনৈতিক নেতাদের একাংশও প্রশাসনের এই ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছেন।