নিজস্ব সংবাদদাতাঃ একদিকে এনকাউন্টার চলছে, অন্যদিকে জম্মু ও কাশ্মীরের (J&K) এক জায়গায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে, বান্দিপোরা জেলায় রবিবার এক সেনা জওয়ানকে সার্ভিস রাইফেল দিয়ে গুলি করে হত্যা করা হয়েছে। এছাড়া আরেকজন আহত হয়েছেন। বান্দিপোরা জেলা পুলিশ সোশ্যাল মিডিয়ায় এই মামলার কথা জানিয়েছে। জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ১৪ রাষ্ট্রীয় রাইফেলসের শিবিরে। রবিবার এক সেনা জওয়ানের রাইফেল দুর্ঘটনাক্রমে মাটিতে পড়ে যায়। আর এতেই গুলি ছিটকে যায়। এই ঘটনায় একজন সেনা জওয়ানের মৃত্যু অবধি হয়েছে। ঘটনার পর অভিযুক্তকে হেফাজতে নেওয়া হয়েছে। প্রটোকলের আওতায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।