সেনা ঘাঁটিতে বড় ঘটনা, গুলিতে মৃত্যু জওয়ানের

সেনা ঘাঁটিতে বড় ঘটনা ঘটে গেল আজ রবিবার।

author-image
SWETA MITRA
New Update
awqw.jpg

নিজস্ব সংবাদদাতাঃ একদিকে এনকাউন্টার চলছে, অন্যদিকে জম্মুকাশ্মীরের (J&K) এক জায়গায় মর্মান্তিক দুর্ঘটনা ঘটে গেল। জানা গিয়েছে,বান্দিপোরাজেলায়রবিবার একসেনাজওয়ানকেসার্ভিসরাইফেলদিয়েগুলিকরেহত্যাকরাহয়েছে।এছাড়া আরেকজনআহতহয়েছেন।বান্দিপোরাজেলাপুলিশসোশ্যালমিডিয়ায়এইমামলারকথাজানিয়েছে।জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে১৪রাষ্ট্রীয়রাইফেলসেরশিবিরে।রবিবারএকসেনা জওয়ানেররাইফেলদুর্ঘটনাক্রমেমাটিতেপড়েযায়।আর এতেই গুলি ছিটকে যায়। এই ঘটনায় একজন সেনা জওয়ানের মৃত্যু অবধি হয়েছে।  ঘটনারপরঅভিযুক্তকেহেফাজতেনেওয়াহয়েছে।প্রটোকলেরআওতায়আইনিব্যবস্থানেওয়াহয়েছে।