পুরীর জগন্নাথ মন্দিরে বড়সড় দুর্ঘটনা! ছড়িয়ে পড়ল চাঞ্চল্য

পবিত্র রথযাত্রা উৎসব আসন্ন। আর তার আগেই পুরীর মন্দিরে ঘটে গেল এক কাণ্ড। এই ঘটনায় এবার চিন্তায় সবাই। সকলে একে নেতিবাচক লক্ষণ হিসেবেই দেখছে।

author-image
Anusmita Bhattacharya
New Update
puri

নিজস্ব সংবাদদাতা: বড়সড় দুর্ঘটনা ঘটল পুরীর জগন্নাথ মন্দিরে। ভোগের ডাল পড়ে গেল দুই সেবাইতের গায়ে। দুর্ঘটনাটি ঘটেছে মন্দির এর কাছের ভোগ বিতরণ চত্বরে। জানা গিয়েছে এই দুর্ঘটনায় আহত হয়েছেন ২জন যাঁরা ওই মন্দিরের দুইজন সেবাইত। মন্দিরে ভোগ বয়ে নিয়ে যাওয়ার কাজ করেন তাঁরা।

মন্দির চত্বরের মেঝেতে জল পড়েছিল। ভোগ নিয়ে যাওয়ার সময় তাঁরা দেখেননি এবং পা পিছলে যায় মেঝের জলে। সেই সময় হাতে ধরে রাখা গরম ভোগের ডাল তাঁদের গায়ে এসে পড়ে। ২জনের শরীরের অনেকটা অংশ পুড়ে গিয়েছে। তাঁরা ভর্তি হয়েছেন পুরী সদর হাসপাতালে। জানা গেছে যে ভোগ মন্ডপের ওই রাস্তায় সারাদিন ধরে জল পড়ে পিচ্ছিল হয়ে থাকে।