New Update
/anm-bengali/media/media_files/iOTlGxXcGkH9pwcZdgFN.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতাঃ আর জি করের জঘন্যতম ঘটনার নিন্দা জানিয়ে দিল্লির বঙ্গভবনের বিক্ষোভে বসেছে বিজেপির ছাত্র সংগঠন এবিভিপি। তারা স্লোগান দেয় যে, ' উই ওয়ান্ট জাস্টিস। '
/anm-bengali/media/post_attachments/ca4cb437-b4f.png)
সূত্র মারফত জানা গিয়েছে যে, তারা আজ আর জি করের ঘটনার প্রতিবাদ জানাতে দিল্লিতে জমায়েত করেছে। তাদের দাবী অবিলম্বে এই ঘটনার বিচার হোক। তারা সেই ঘটনার বিচারের দাবী চেয়েছে।
/anm-bengali/media/post_attachments/17a8d462e735a8e6612c90984bf796b86caa04dec9af4ac28863949f12929716.jpg)
সূত্র মারফত জানা গিয়েছে যে, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ দাবী করা হয়েছে।
/anm-bengali/media/post_attachments/wp-content/uploads/2024/08/TMC-Mamata.jpg)
তাদের জানিয়েছে যে, যেই রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী রয়েছেন, সেই রাজ্যেই তিনি মেয়েদের সুরক্ষা দিতে পারছেন না। তাই তার মুখ্যমন্ত্রীর পদে থাকার যোগ্যতা নেই।
/anm-bengali/media/post_attachments/53f72d11-438.png)
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us