ওয়াকফ সংশোধনী আইন নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে অসন্তোষ প্রকাশ করলেন আবু আসিম আজমি

আবু আসিম আজমি কি বললেন?

author-image
Aniket
New Update
Screenshot 2025-09-15 4.18.31 PM

নিজস্ব সংবাদদাতা: মহারাষ্ট্র সমাজবাদী পার্টির সভাপতি আবু আসিম আজমি সোমবার ওয়াকফ (সংশোধনী) আইন প্রসঙ্গে সুপ্রিম কোর্টের নির্দেশ নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

তিনি বলেন, “আজকের সিদ্ধান্ত থেকে তেমন কোনো সুবিধা হবে না। কালেক্টরকে আবারও কিছু ক্ষমতা দেওয়া হয়েছে। স্বাধীনতার ২০০–৩০০ বছর আগে তৈরি হওয়া সম্পত্তির কোনো রেকর্ড নেই, তাই সেগুলো এতে ধরা হয়নি। নতুন কোনো ধর্মান্তরিত মুসলিম এলেও তিনি ৫ বছর পর্যন্ত এই অধিকার পাবেন না; তাঁকে অবশ্যই ‘প্র্যাকটিসিং মুসলিম’ হতে হবে, যা যাচাই করা কঠিন। এগুলোই আসল সমস্যা।”

আজমি আরও বলেন, “আমাদের দাবি ছিল সিইও অবশ্যই মুসলিম হওয়া উচিত, কিন্তু এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। আমাদের আশা একেবারেই পূরণ হয়নি। এই বিলটি খারিজ করা উচিত ছিল। আমাদের নেতৃত্ব যা সিদ্ধান্ত নেবে, আমরা তাই মেনে চলব।”