'অভিষেক মিথ্যা বলছে'

কি বলা হল অভিষেক ব্যানার্জিকে নিয়ে?

author-image
Aniket
New Update
abhishek banerjee.jpg

File Picture

নিজস্ব সংবাদদাতা: তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য এবং সন্দেশখালির ঘটনা নিয়ে নিজের মন্তব্য করলেন বিজেপি সাংসদ লকেট চ্যাটার্জি।  তিনি জানিয়েছেন, অভিষেক ব্যানার্জি মিথ্যা বলছে। তিনি বলেছেন, "সে মিথ্যা বলছে। শেখ শাহজাহানকে রক্ষা করতে তারা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারা শেখ শাহজাহানকে গ্রেফতার করতে চায় না। টিএমসি প্রস্তুতি নিচ্ছে যে লোকসভা নির্বাচন পর্যন্ত তাকে গ্রেপ্তার করা উচিত নয় যাতে তারা বাংলায় তাদের ৩০ শতাংশ ভোট বাঁচাতে পারে। এসবই ভোটব্যাংকের রাজনীতি। আমরা চাই সত্য বেরিয়ে আসুক। সন্দেশখালির নারীদের বেদনার পেছনের সত্য শিগগিরই বেরিয়ে আসবে।” উল্লেখ্য, সন্দেশখালি নিয়ে একাধিক অভিযোগ সামনে আসছে। উত্তাল হয়ে রয়েছে সন্দেশখালির পরিস্থিতি। যদিও তৃণমূলের মন্তব্য, কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছু ঘটেনি সেখানে বাকিটা রাজনীতি করা হচ্ছে। তবে বিজেপি সহ বিরোধীরা সন্দেশখালিকে কেন্দ্র করে তৃণমূলের বিরুদ্ধে প্রচার চালিয়ে যাচ্ছে।

Add 1

Addd 3

স্ব

স

kk k . .. ... . .  . ..  ..  . . . .. .  .. .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  . . . . . . . . . . . . . . ..  . . ..  . . . . . ..  . . . ..  . . . ..  . . .. .  .. .  . . . .. .  . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . . ..  .. . ..  . ..