/anm-bengali/media/media_files/Q2cHkrHc7BGGforvzTeT.jpg)
ফাইল চিত্র
নিজস্ব সংবাদদাতাঃ কেন্দ্রে মোদী সরকারের বঞ্চনার বিরুদ্ধে আজ রাজঘাটে শান্তিপূর্ণভাবে অবস্থান বিক্ষোভে নেমেছিল তৃণমূল। প্রায় দু ঘন্টা শান্তিপূর্ণ বিক্ষোভের পর হঠাৎ করে দিল্লি পুলিশের হস্তক্ষেপে দুই পক্ষের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি তৈরি হয়। দিল্লী পুলিশ রাজঘাট খালি করে দেওয়ার নির্দেশ দেয়। প্রথম দিনের বিক্ষোভ প্রদর্শন ইতিমধ্যে শেষ হয়েছে। আগামীকাল অর্থাৎ দ্বিতীয় দিনে তৃণমূলের স্ট্রাটেজি নিয়ে দলের জাতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামীকাল দুপুর ১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত একটি সভা হবে। বিকেল সাড়ে পাঁচটা নাগাদ তৃণমূলের প্রতিনিধিদল দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী সাধ্বী নিরঞ্জন জ্যোতির সঙ্গে দেখা করতে যাবে।"
#WATCH | TMC national general secretary and MP Abhishek Banerjee says, "Tomorrow from 1 pm to 5 pm a meeting will be held...At around 5:30 pm, the TMC delegation will go to meet her (Union Minister Sadhvi Niranjan Jyoti) in Delhi..." pic.twitter.com/mXYaKuYybw
— ANI (@ANI) October 2, 2023
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us