/anm-bengali/media/media_files/cS6pwAf5uWpXV9zIhnaJ.jpg)
file pic
নিজস্ব সংবাদদাতাঃ৫০ লক্ষ চিঠি নিয়ে দিল্লি অভিযান করেছিল তৃণমূল। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সেই চিঠি নিয়ে দেখা করতে যাওয়ার পরই নাটক চরমে ওঠে। মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ তো দূরের কথা, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ দলের নেতা-নেত্রীদের আটক হতে হয় দিল্লি পুলিশের হাতে। মঙ্গলবার রাতে মুক্তি পাওয়ার পরই রাজভবন অভিযানের ডাক দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ৫ অক্টোবর, বৃহস্পতিবার রাজভবন অভিযান হবে বলে এদিন ঘোষণা করলেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড। পাশাপাশি নাম না করে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি।
Our Nat'l Gen. Secy Shri Abhishek Banerjee @abhishekaitc came out!@abhishekaitc called for Raj Bhavan Abhiyan on 5th October!#ReleaseBengalFunds#ModiIsScarEDhttps://t.co/aj9YnLjNoc
— Malda'r Gorbo Mamata (@BGMMaldah) October 3, 2023
অভিষেক বলেন, "ব্রিটিশরাও এত খারাপ ব্যবহার করেনি, যা আজ দিল্লি পুলিশ করেছে। দিল্লিতে লড়াই শুরু হয়েছে, দিল্লিতেই শেষ হবে।"
/anm-bengali/media/media_files/9YOWxscR56hoKCcGakkl.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us