কেমন আছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়? রইলো আপডেট

শারীরিক দুর্বলতা তার এখনও কাটেনি।

author-image
Atreyee Chowdhury Sanyal
New Update
abhijit ganguly

File Picture

নিজস্ব সংবাদদাতা: শারীরিক অবস্থার অবনতি হওয়ায় কলকাতা থেকে দিল্লির এইমস (AIIMS)-এ স্থানান্তরিত করা হয়েছে প্রাক্তন বিচারপতি ও বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বর্তমানে তিনি সেখানকার আইসিইউ-তে চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাঁর পুরোপুরি সুস্থ হতে আরও সময় লাগবে।

গত শনিবার তলপেটের তীব্র ব্যথা ও বমির সমস্যা নিয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন অভিজিৎ। সেখানেই তাঁর গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সেপসিস ধরা পড়ে। পাশাপাশি রয়েছে ডায়াবেটিস এবং প্যানক্রিয়াসের জটিল সমস্যা। তাঁর শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়ার আশঙ্কায় রাখা হয় মাল্টি-অর্গান সাপোর্টে।

পরিবারের সম্মতিতে তাঁকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে দিল্লি AIIMS-এ নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন, এখনও তিনি অক্সিজেন সাপোর্টে রয়েছেন এবং শুধুমাত্র জুস ও ডাবের জলজাতীয় তরল খাদ্য খেতে দেওয়া হচ্ছে। শারীরিক দুর্বলতা তার এখনও কাটেনি।

abhijit gan.jpg

AIIMS-এ নতুন করে সমস্ত শারীরিক পরীক্ষা করা হয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ প্যারামিটার এখনও স্বাভাবিক নয় বলে জানা গিয়েছে। চিকিৎসক দলের মতে, প্যানক্রিয়াসের প্রদাহের পাশাপাশি ডায়াবেটিসও তাঁর সুস্থতায় বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে।

চিকিৎসকদের পর্যবেক্ষণে তিনি এখন স্থিতিশীল থাকলেও, সংকট পুরোপুরি কাটেনি বলেই খবর। তাঁর দ্রুত আরোগ্য কামনায় বিজেপি নেতৃত্ব ও আইনজীবী মহলে উদ্বেগ দেখা দিয়েছে।