/anm-bengali/media/media_files/2025/04/28/n7bMV3cL0trIE1fdhSDG.jpeg)
নিজস্ব সংবাদদাতা: অবশেষে দীর্ঘ অপেক্ষার পরে খানিক স্বস্তির নিশ্বাস নিতে পারলেন অভয়ার বাবা-মা। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দপ্তর থেকে তাঁদের কাছে ইমেল পাঠিয়ে পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। মেলে জানানো হয়েছে, রাষ্ট্রপতির ব্যক্তিগত সহায়ক শীঘ্রই তাঁদের সঙ্গে সরাসরি যোগাযোগ করবেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সহায়তা করবেন।
প্রসঙ্গত, আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়র চিকিৎসক অভয়ার (তিলোত্তমা) নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ডের এক বছর কেটে গিয়েছে। নিম্ন আদালত এই ঘটনায় অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিলেও, অভয়ার পরিবার শুরু থেকেই বলে আসছে—এই অপরাধে আরও অনেকেই যুক্ত ছিল। তাই তাঁরা পূর্ণাঙ্গ বিচার পাওয়ার দাবিতে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করার জন্য বারবার আবেদন করেও কোনও সাড়া পাননি অভয়ার বাবা-মা। কয়েক সপ্তাহ আগে তাঁরা রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার উদ্দেশ্যে দিল্লিতেও গিয়েছিলেন, কিন্তু সেখানেও সুযোগ মেলেনি।
অবশেষে রাষ্ট্রপতির দপ্তর থেকে মেল পাওয়ার পর অভয়ার বাবা বলেন, “রাষ্ট্রপতির কাছ থেকে একটা ভাল খবর পেলাম। ওনার দফতর থেকে মেল এসেছে। বলা হয়েছে, ওনার আপ্ত সহায়ক আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ও সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। এতদিন পর মনে হচ্ছে, কেউ অন্তত আমাদের কথা শুনতে চাইছে। এখন একটু হলেও আশার আলো দেখছি। সহায়তা পেলে হয়তো সুবিচারের পথটা কিছুটা সহজ হবে"।
পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাসে আন্দোলনকারীদের মধ্যেও নতুন করে আশাবাদী পরিবেশ তৈরি হয়েছে। এখন দেখার, রাষ্ট্রপতির দপ্তরের এই আশ্বাস শেষমেশ কতটা কার্যকর হয় এবং দ্রুত বিচার পাওয়ার দাবি কতটা এগোয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us